বুধবার, ৬ জুন, ২০১২

"পিসিমার ডায়েরি" পর্ব-২

বিষয়ঃ মুক্তিযুদ্ধ-১৯৭১।  

 লিখেছেনঃ যাদব সূত্রধর
প্রথম পর্ব পড়তে নিচের ক্লিক করুন
"পিসিমার ডায়েরি পর্ব- ১ "


পিসিমার ডায়েরি

মিটাপরাং, হামতনপুর, হরিপুর, কাবিলপুর, মইসিরি, সাদেকপুর, এই জায়গাগুলোতে আমাদের আত্মীয় বাড়ি ছিল, ২/১ দিন করে সেখানে থেকে, নৌকাযোগে সিলেটের গোলাপগঞ্জ এসে পৌঁছলাম,  গোলাপগঞ্জ আমাদের দূর সম্পর্কের এক আত্মীয় বাড়ি। সেখানেও একই অবস্থা, রাজাকাররা জ্বালাও
পুড়াও শুরু করেছে। আমরা মহা চিন্তায় পরেগেলাম। একদিন সেখানে থাকার পর পরেরদিন দুপুরে আমরা সকলে মিলেই পরবর্তী ধাপের কথা ভাবছি। অন্য কোথাও যাবো নাকি ভারতেই যাবো। ভারতে গেলে কার মাধ্যমে যাবো, এসব নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে নারি-পুরুষ সবাই মিলে। পুরুষদের কেউ কেউ খোঁজ নেয়ার চেষ্টা করছেন কোথায় টাউটার পাওয়া যাবে। এবং দুজনকে পাঠানোও হল টাউটারের খোঁজে। আমরা তাদের ফিরে আসার অপেক্ষা করছি। চিন্তায় আমাদের সবাই প্রায়  বিপর্যস্ত হয়ে পরেছেন। বেলা গড়িয়ে বিকেল হয়েগেছে, ঠিক এমন সময় কিছু মুরব্বী টাইপের লোক ও কিছু যুবক সকলে মিলে আনুমানিক ২০/২২ জন হবে, কি যেন একটা স্লোগান দিয়ে আমরা যে বাড়িতে আছি সে বাড়িতে প্রবেশ করলো। ওদের হাতে লাঠি-সোটা দেখে আমরা ভয় পেয়ে সবাই ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেই। ওরা লাঠি দিয়ে দরজায় আঘাতের পর আঘাত করছিলো আর বলছিল দরজা খুলে দিতে নাহয় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেবে। তারা এও বললো দরজা খুলে দিলে নারীদের কোনও ক্ষতি করা হবেনা। আমাদের সাথে থাকা পুরুষেরা ভয়ে ভয়ে দরজা খুলে দিলেন।
চলবে .....................      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন