শনিবার, ১৯ মে, ২০১২

জীবন তুমি নিষ্ঠুর

বিষয়ঃ কবিতা 
           লিখেছেনঃ মোঃ অলিউর রহমান, (শেরপুর, সিলেট)  

জীবন তুমি নিষ্ঠুর অতি
তোমার মাঝে নাই বিরতি
পারলে কেবল দুঃখ দিতে

শান্তিটাকে ছিনিয়ে নিতে
জীবন তুমি নিষ্ঠুর অতি
হটাৎ তুমি দিবে ইতি
ভাই বন্ধু সবাই ছেরে
নিয়ে যাবে পরপারে
 তখন তুমি দিবে ইতি
জীবন তুমি নিষ্ঠুর অতি। 

৫টি মন্তব্য:

  1. যাদব সূত্রধর১৯ মে, ২০১২ এ ৫:২৪ PM

    দারুণ কবিতা
    চমৎকার লিখেছেন, আরও লিখবেন।
    শুভকামনা রইলো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মোঃ অলিউর রহমান।১৯ মে, ২০১২ এ ৫:২৭ PM

      যাদব আপনাকে অসংখ্য ধন্যবাদ।
      ভালো থাকুন।

      মুছুন
  2. কবিতাটি বাস্তবধর্মী,
    তবে দাড়ি ক্ষমা আগামীতে ঠিক রাখার চেষ্টা করবেন।
    ধন্যবাদ। ভালো থাকুন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মোঃ অলিউর রহমান।১৯ মে, ২০১২ এ ৫:২৮ PM

      ধন্যবাদ আপনাকে,
      আসলে তাড়াহুড়ো করে লিখার কারনে দাড়ি ক্ষমা ঠিক থাকেনি।
      আগামীতে শুধরে নেবো।
      ভালো থাকুন।

      মুছুন
  3. লিকছেন ভাল, কিন্তু দাড়ি ক্ষমা ঠিক নাই !!!

    উত্তরমুছুন