বুধবার, ৩০ মে, ২০১২

পিসিমার ডায়েরি
বিষয়ঃ ৭১ এর বাস্তব গল্প 
লিখেছেনঃ যাদব সূত্রধর 

"পিসিমার ডায়েরি" ১ম পর্ব

প্রিয় সহব্লগার বৃন্দ, আজ কয়েকদিন হয় আমার পিসিমা আমাদের বাড়িতে এসেছেন। খাওয়া দাওয়া শেষে প্রতি রাতে বসে আমরা অনেকক্ষণ অনেক গল্প করি। সেদিন গল্পের ধারাবাহিকথায় পিসিমা হঠাৎ চলে যান ৭১এর স্বাধীনতা যুদ্ধের গল্পে। জানতে পাই সেই সময়কার অনেক অজানা ভয়ংকর তথ্য। যা তিনি নিজের চোখে দেখেছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, পিসিমার মুখের সেই বাস্তব ঘটনাগুলো ধারাবাহিক ভাবে  ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। পিসিমা লেখাপড়া জানেননা তাই সব তারিখ মনে রাখতে পারেননি।
এই সিরিজের নাম দিলাম তাই পিসিমার ডায়েরি
আজ তার প্রথম পর্ব

পিসিমা বলছেনঃ




১০ বৈশাখ আমরা প্রথম সংগ্রামের খবর পাই, সবাই রেডিওতে কান পেতে শুনছে সংগ্রামের বিভিন্ন খবর। চারিদিকে লোকজন বলাবলি করছিলো শান্তি কমিটির লোকজন নাকি হিন্দুদের ধরিয়ে দিচ্ছে পাক মিলিটারিদের হাতে, আর তাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা তখন ভয় পেয়ে যাই, ভাবতে থাকি মৃত্যুর কথা। পারা-পড়শিরা বলাবলি করছিলো, আত্মা যা চায় খেয়ে নিতে, মৃত্যু আমাদের ঘনিয়ে আসছে। আমরা তখন সিদ্ধান্ত নেই এলাকা ছেরে দূরে কোথাও চলে যাবার। কারন আমাদের বাড়ি থেকে প্রায় ১০ কিঃমিঃ দূরে(সিলেট জেলার বর্তমান ওসমানীনগর থানার সাদিপুর) পাক হানাদার বাহিনীরা তাদের ক্যাম্প করেছে। কিন্তু তাতেও লোকজন ভয় দেখাচ্ছিল, পথেই নাকি আমাদের ধরে নিয়ে পাক রা মেরে ফেলবে।
আমরা ভয়ে ভয়েই রওয়ানা হই, এবং গ্রামের অন্যরাও যারযার মতো করে পালাচ্ছিল। কিন্তু মাঝ পথে সিদ্ধান্ত বদলে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেই। তাদেরও অবস্থা আমাদের মতোই। ঠিক দুদিন পর আমাদের গ্রামের একজন লোক আমাদের কাছে খবর পাঠায় যে, আমাদের গ্রামে শান্তি বিরাজ করছে, কোনও লোককে ধরে নেয়া হচ্ছেনা, হায়েনারাও ধারে কাছে নেই। আমরা পরদিনই বাড়ি চলে আসি। বাড়ি এসে বাসন পত্তর ধুয়ে মাত্রই রান্না করতে বসেছি, ঠিক তখনই চিৎকার চেঁচামেচি শুনি চারিদিকে লোকজন পালাতে দেখি, শুনতে পাই আমাদের গ্রামের সুনিল নামের একজনকে শান্তি কমিটির লোকজন ধরে নিয়ে পাক বাহিনীর হাতে তুলে দিলে তাকে গুলী করে মেরে ফেলা হয়। আমরা তখন হাতের কাছে যা পাই ঝাপটে নিয়ে আবারও দৌড়াতে থাকি
.........চলবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন