বুধবার, ১২ অক্টোবর, ২০১১

"জাতীয় কবি কাজী নজরুল - পর্ব - ১ "

বিষয়ঃ "জীবনী "

(আর সি কর্মকার এর বই অবলম্বনে)    লিখেছেনঃ যাদব সূত্রধর 


বাংলার ধুমকেতু
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

১৫ ডিসেম্বর ১৯২৯ কলকাতা আলবার্ট হলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাঙালি জাতির পক্ষ থেকে জাতীয় সংবর্ধনা দেয়া হয়। এদিন প্রধান অতিতির ভাষণে নেতাজী সুভাষচন্দ্র বসু বলেন, আমরা যখন যুদ্ধে যাব তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে, আমরা যখন কারাগারে যাব, তখনও তার গান গাইব
সেদিনের সুভাষ বসুর ভবিষ্যৎ বাণী অক্ষরে অক্ষরে পালন করেছে বাঙালি জাতি। বাংলার দামাল ছেলেরা কণ্ঠে নজরুলের গান ধরে অসীম সাহসী যোদ্ধার বেশে সুভাষ বসুর মতো বীর সেনাপতি