শুক্রবার, ১৫ জুন, ২০১২

শিরোনামহীন

বিষয়ঃ
লিখেছেনঃ আনোয়ার হোসেইন ফার্মার  

হুমায়ুন আহমেদ কত বছর বয়সে 'সেয়ানা' হয়েছেন,তা আমি জানিনা!কিন্তু আমি নিশ্চিতভাবে জানি.৭৫এ তিনি ছিলেন তাগড়া জোয়ান!সেই হিসেবে তখন তিনি দশ গ্রামে দাবড়ে বেড়িয়েছেন,দশজনের সাথে চলছিলেন,দশ ঘাটের জল খেয়েছেন,দশ দোকানের চা খেয়েছেন!
সুতারাং কোনভাবে মেনে নেওয়া যায়না যে,শেখ মুজিবের মৃত্যুর পর ঢাকা শহরে মিষ্টি বিতরন হয়েছিলো কিনা?এ কথা হুমায়ুন আহমেদ জানতেন না

গত ৩৭ বছরে তিনি এদেশের শিল্প,সাহিত্য,গল্প,নাটকে অবাধে... বিচরণ করেছেন!জ্ঞানী,গুনী,
ইতিহাসবিদ সহ অন্য দশজনের সাথেও চলেছেন সমান তালে!এবং তার এই বিচরণ ক্ষেত্রে কিংবা চলার পথে অসংখ্যবার উঠে এসেছে ১৯৭৫ !
সুতারাং এটি কোনভাবে গ্রহণযোগ্য নয় যে,শেখ মুজিবের মৃত্যুর পর তুঙ্গিপাড়ায় লুট হয়েছিলো কিনা?এমন খবরও তিনি জানতেন না !
এবং এসব জানতে তাকে নির্ভর করতে হয়েছে বিদেশি সাংবাদিকের লেখা কেতাবের উপর!

তাই তিনি যতই তথ্যবিভ্রাট এর কথা বলুন না কেন,তা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা!বরং তিনি মিথ্যা ঢাকতে আবারো মিথ্যার আশ্রয় নিচ্ছেন!

এবং এতে ষ্পষ্টই প্রমানিত যে,তিনি নিজের অজান্তে কিংবা বেখেয়ালে নয়,বরং "নিদিষ্ট খেয়াল করেই লিখেছেন 'দেয়াল'" ! ।।

২টি মন্তব্য:

  1. যাদব সূত্রধর১৭ মে, ২০১২ এ ২:৪২ PM

    হাঁ তিনি খেয়াল করেই লিখেছেন।

    উত্তরমুছুন
  2. আমার মনে হয়না তা সঠিক বলেছেন আপনি। অনেকদিন আগের কথা তার মনেও না থাকতি পারে।

    উত্তরমুছুন